Friday, January 3, 2014

বিষ্ণুপুরের দিকে....

এবার  দুর্গাপুজোর  অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে  Cyclone এর ভ্রুকুটি কে সঙ্গী করে আমরা পনেরোজন দল বেধে রওনা দিয়েছিলাম মন্দির শহর বিষ্ণুপুরের দিকে।কলকাতার খুব কাছে এই ছোট্ট শহরে কত যে ইতিহাস আর কত যে অপরূপ স্থাপত্য  ছড়িয়ে রযেছে।যে দিকে তাকানো যায়  লাল মাটি আর পোড়া  মাটির কাজ। পুরুলিয়া Express এ  করে রওনা আর একাদশীর দিন আরন্যক এ চেপে ফেরা .... কটা দিন যে কি আনন্দে হই হই করে কাটিয়েছিলাম আমরা। বৃষ্টি যদিও আগাগোড়া আমাদের সঙ্গ ছাড়েনি .. কিন্তু তাতে কি যায়  আসে। আমরা দিব্বি মন্দিরের ধারে বা ভিতরে কখনো ফিসফিস আর কখনো জোর গলাতে সেই সময়টুকু আড্ডা দিয়ে নিচ্ছিলাম। 


যা  যা দেখেছিলাম , তার কিছু আমাদের  অপটু হাতে ক্যামেরা বন্দী করে এনেছিলাম  ....








































































































2 comments:

  1. দারুণ দারুণ ছবি, ইচ্ছাডানা। বিষ্ণুপুর আমার ফেভারিট বেড়াতে যাওয়ার জায়গা। আপনার ছবি দেখে আবার যাওয়ার ইচ্ছে চাগিয়ে উঠছে। আপনারা খুব ভালো সময়ে গিয়েছিলেন, বেশি গরম ছিল না নিশ্চয়?

    ReplyDelete
    Replies
    1. Thank you Kuntala :-) .amaro khub bhalo legechhe Bishnupur. Thiki bolechho oisomoi weather darun chhilo. :-)

      Delete