Wednesday, November 27, 2013

কথোপকথন ৭ ...

এবছর অনেকবার ভেবেছিলাম ব্লগ এ দৈনন্দিন কিছু কথা লিখব।  বেড়িয়ে আসা জায়গার গল্পও  তো জমেই যাচ্ছে, কিন্তু কোনোটাই হয়ে  উঠছে না। তাই বলে ভাববেন না আমার কোনো অজুহাত নেই।  তা আছে এক লম্বা লিস্টি।  তার মধ্যে বাড়ির কাজের লোকেদের অনিয়মিত হয়ে যাওয়া , মেয়ের পরীক্ষা , বাড়িতে অসুস্থতা,  সব আছে। তবে বাড়িতে কাছের লোকের অসুস্থতা যে কতটা সাংঘাতিক সেটা যতক্ষণ না নিজের সঙ্গে হচ্ছে ঠিক বুঝে ওঠা যায়েনা। যাইহোক আপাতত বাড়িতে সবাই সেরে উঠেছে , আপাতত হাসপাতাল - বাড়ি দৌড়াদৌড়ি  বন্ধ হয়েছে , কাছের লোকজন সবাই কাছে ও সুস্থ আছে এটাই সবথেকে বড়।  আশা করে আছি খুব তাড়াতাড়ি আমি ব্লগ লেখা শুরু করতে পারব । শুধুমাত্র Internet  থেকে link share না করে কিছু নিজের কথাও লিখতে পারব , সে কথা হয়েত খুব সাজানো গোছানো হবেনা তবু......

2 comments:

  1. আমরা সেই অগোছালো কথাই হামলে পড়ে পড়ব। ঝামেলার মধ্যে ছিলেন জেনে খারাপ লাগল। তবে ঝামেলা সেরে গেছে যখন তখন আর চিন্তা নেই। আপনার ব্লগ পড়ার জন্য মুখিয়ে আছি, অল দ্য বেস্ট ইচ্ছাডানা।

    ReplyDelete
  2. ঠিক কুন্তলা, ঝামেলা যে শেষ পর্যন্ত ভগবানের কৃপায় সামলে নিতে পেরেছি আর সবাই যে ভালো আছে এটাই সবচেয়ে বড় খবর।
    আমার মতন আনাড়ি কে উৎসাহ দেবার জন্যে অশেষ ধন্যবাদ তোমাকে :-) .

    ReplyDelete